ভূমিকাঃ
ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, জনাব নূর মোহাম্মদ গত ১০ জুন, ২০০৭ খ্রি. আনুষ্ঠানিক ভাবে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ উদ্বোধন করেন। প্রাথমিক অবস্থায় এর প্রশিক্ষণ কার্যক্রম শুধুমাত্র নওগাঁ জেলা পুলিশের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ এর কর্মপরিধি সম্প্রসারিত হয়। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর প্রশিক্ষণকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এর ০১ (এক) টি পদ সৃজন করা হয়। ফলশ্রুতিতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সমূহ সংশ্লিষ্ট জেলার সাংগঠনিক কাঠামো হতে অবমুক্ত হয়ে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি’র সাংগঠনিক কাঠামোভূক্ত হয়। বর্তমানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ, নওগাঁ ও জয়পুরহাট জেলার পুলিশ সদস্য এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার অন্তর্গত অন্যান্য পুলিশ ইউনিটের ইন্সপেক্টর হতে কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের আইন ও বিধি, মাঠ এবং অস্ত্র বিষয়ক প্রশিক্ষণ ছাড়াও সমসাময়িক পুলিশিং চ্যালেঞ্জ মোকাবেলা, তদন্তের দক্ষতা বৃদ্ধি, সাইবার ক্রাইম ও তথ্য প্রযুক্তির ব্যবহার সংক্রান্তে কার্যকর প্রশিক্ষণ প্রদান করছে। এছাড়াও রেঞ্জ ডিআইজি, রাজশাহী মহোদয় এবং পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার নির্দেশনায় সমসাময়িক বিষয়ের উপর বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS