Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ভূমিকাঃ 

ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, জনাব নূর মোহাম্মদ গত ১০ জুন, ২০০৭ খ্রি. আনুষ্ঠানিক ভাবে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ উদ্বোধন করেন। প্রাথমিক অবস্থায় এর প্রশিক্ষণ কার্যক্রম শুধুমাত্র নওগাঁ জেলা পুলিশের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ এর কর্মপরিধি সম্প্রসারিত হয়। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর প্রশিক্ষণকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এর ০১ (এক) টি পদ সৃজন করা হয়। ফলশ্রুতিতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সমূহ সংশ্লিষ্ট জেলার সাংগঠনিক কাঠামো হতে অবমুক্ত হয়ে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি’র সাংগঠনিক কাঠামোভূক্ত হয়। বর্তমানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ, নওগাঁ ও জয়পুরহাট জেলার পুলিশ সদস্য এবং নওগাঁ ও জয়পুরহাট  জেলার অন্তর্গত অন্যান্য পুলিশ ইউনিটের ইন্সপেক্টর হতে কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের আইন ও বিধি, মাঠ এবং অস্ত্র বিষয়ক প্রশিক্ষণ ছাড়াও সমসাময়িক পুলিশিং চ্যালেঞ্জ মোকাবেলা, তদন্তের দক্ষতা বৃদ্ধি, সাইবার ক্রাইম ও তথ্য প্রযুক্তির ব্যবহার সংক্রান্তে কার্যকর প্রশিক্ষণ প্রদান করছে। এছাড়াও রেঞ্জ ডিআইজি, রাজশাহী মহোদয় এবং পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার নির্দেশনায় সমসাময়িক বিষয়ের উপর বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়।